অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক প্রধানমন্ত্রী মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে নতুন প্রস্তাব উথ্থাপন করতে প্রস্তুত


Greek Prime Minister Alexis Tsipras leaves Maximos Mansion for a meeting with party leaders at the Presidential Palace in central Athens, Greece, July 6, 2015.
Greek Prime Minister Alexis Tsipras leaves Maximos Mansion for a meeting with party leaders at the Presidential Palace in central Athens, Greece, July 6, 2015.

গ্রীস তাদের আন্তর্জাতিক ঋণদানকারীদের সঙ্গে একটা নতুন ঋণ সহায়তা চুক্তি অর্জন করতে পারেনি সোমবার, কিন্তু গ্রীক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে নতুন প্রস্তাব উথ্থাপন করতে প্রস্তুত।

জার্মান চ্যানসেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে Mr. Tsipras সোমবার কথা বলেন। অ্যাথেন্স সরকারের উপর কঠোর কৃচ্ছ্র সাধনের পদক্ষেপ আরোপের প্রধান উদ্যোক্তাই হচ্ছেন মিস মার্কেল। গণভোটের পর তারা আলাপ করেন। গ্রীক নাগরিকরা রবিবার গণভোটে ইউরোপীয় নেতারা যে গ্রীসে নতুন আর্থনীতিক বিধিনিষেধ দাবী করেছিলেন তার বিরুদ্ধে ভোট দেন। নতুন আর্থনীতিক বিধিনিষেধের বিনিময়ে, গ্রীক ব্যাংকগুলোর যাতে অর্থ ফুরিয়ে না যায় সে জন্যই ইউরোপীয় ইউনিয়নের আরও অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল।

ইউরোপীয় নেতারা বলেছেন তারা গ্রীসের সঙ্গে আলোচনা করতে চায় তবে গণভোটের ফলাফল তাদের মতামত পরিবর্তন করেনি।

XS
SM
MD
LG