গ্রীসের সংসদ ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত নতুন উদ্ধার ঋণ গ্রহণের লক্ষ্যে খসড়া কৃচ্ছসাধন পদক্ষেপের ব্যপারে রবিবার ভোট গ্রহণ করতে যাচ্ছে।
গ্রীসের মন্ত্রীসভা শুক্রবার বিকেলের দিকে কৃচ্ছসাধন বিলের খসড়া অনুমোদন করে। ওই বিলটি পাশ হ’লে প্রধান মন্ত্রী লুকাস পাপাদেমস অর্থনীতিকে দেঊলিয়া অবস্থা থেকে বাঁচাবার জন্য ১৭ হাজার দু’শ কোটি ডলার উদ্ধার ঋণ নিশ্চিত করতে অতিরিক্ত ব্যয় সঙ্কোচের কর্তৃত্ব পাবেন। গ্রীক নেতৃবৃন্দ রবিবারের গুরুত্বপূর্ণ ভোটের আগে সবার প্রতি আবেদন ও সতর্কবানী উচ্চারণ করছেন।
শনিবার প্রধান মন্ত্রী পাপাদেমস এক টেলিভিশন ভাষণে চাকুরী ছাটাই, সর্ব নিম্ন বেতন আরো হ্রাস আর অন্যান্য কৃচ্ছসাধন পদক্ষেপের সমর্থনে বক্তব্য রাখেন।
ওদিকে সমাজতন্ত্রী নেতা জর্জ পাপান্দ্রু আরে নিউ ডেমক্রাটিক পার্টি নেতা আন্তনিস সামারাস ও প্রধান মন্ত্রীর ভাষনের সমর্থনে বক্তব্য রাখেন।
মিষ্টার পাপান্দ্রু সবাইকে সতর্ক ক’রে বলেন, কৃচ্ছসাধন পদক্ষেপ সফল না হ’লে দেশের ভরাডূবি অত্যাসন্ন।