গ্রীন পার্টির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইন, সাম্প্রতিক নির্বাচনে, পেনসিলভেনিয়া রাজ্যের ভোট পুনর্গণনার প্রচেষ্টায় এখন কেন্দ্রীয় আদালতের শরণাপন্ন হন। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান জয়ী হবেন বলেন ব্যাপক ভাবে মনে করা হয়েছিলো। কিন্তু তিনি ধনকুবের ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
স্টাইন তাঁর ওই প্রচেষ্টা বন্ধ করেন যখন রাজ্যের আদালতের বিচারক তাকে বন্ড বা প্রতিশ্রুতি পত্রের জন্য ১০ লক্ষ ডলার জমা দেওয়ার নির্দেশ দেন।
স্টাইনের প্রধান আইনজীবী জনাথান অ্যাবাডি এক বিবৃতিতে বলেন রাজ্যের আদালত ব্যবস্থা এই সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুত নয়। আমাদের এখন কেন্দ্রীয় আদালতে যেতে হচ্ছে।
স্টাইন সোমবার কেন্দ্রীয় আদালতে তার আবেদন জানাবেন বলে অনুমান করা হচ্ছে।
মিশিগান ও উইসকনসিন রাজ্যেও ভোট পুনর্গণনার প্রচেষ্টা চালিয়েছেন তিনি।