অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ৬ গুয়ানতানামো বন্দীকে উরুগুয়েতে পাঠিয়েছে


কিউবার গুয়ানতানামো বেতে যুক্তরাষ্ট্রের সামরিক কারাগারে আটক ৬ ব্যক্তিকে যুক্তরাষ্ট্র উরুগুয়েতে পাঠিয়েছে।

পেন্টাগানের সূত্রে বলা হয় চার সিরিয়ান, এক তিউনিসিয়ান এবং এক ফিলিস্তিনী উরুগুয়েতে শরনার্থী হিসেবে পুনর্বাসিত হবে। যে সিরিয়ানরা মুক্তি পেল তাদের মধ্যে একজন হচ্ছেন তেতাল্লিশ বছর বয়স্ক জিহাদ দিয়াব। তিনি অনশন ধর্মঘট করেছিলেন। কারাগারের কর্মকর্তারা যাতে বলপূর্বক তাকে খাওয়াত না পারেন সে কারণে তিনি যুক্তরাষ্ট্রের আদালতের শরণাপন্ন হন।

এ ছয়জনকে জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। যদিও তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ আনা হয়নি। কয়েক মাস আগে তাদের মুক্তি দেয়ার কথা ছিল কিন্তু মার্চে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের কারণে তাদের হস্তান্তরের প্রক্রিয়া মুলতবি রাখা হয়।

XS
SM
MD
LG