অ্যাকসেসিবিলিটি লিংক

গিনির বিরোধী নেতা সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন দিলেন


গিনির প্রধান বিরোধী দলীয় নেতা, সেল্যু ডালেইন দিয়ালো সেনেগালের ডাকারে সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন, ফাইল ছবি, ২৪শে সেপ্টেম্বর, ২০২০ , ছবি/ ইয়েশিকা ফিশ্চ/এপি
গিনির প্রধান বিরোধী দলীয় নেতা, সেল্যু ডালেইন দিয়ালো সেনেগালের ডাকারে সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন, ফাইল ছবি, ২৪শে সেপ্টেম্বর, ২০২০ , ছবি/ ইয়েশিকা ফিশ্চ/এপি

গিনি'র প্রধান বিরোধী দল ইউনিয়ন অব ডেমোক্র্যাটিক ফোর্সেস অব গিনি'র নেতা বলেছেন, দেশের ৫ই নভেম্বরের অভ্যুথান ছিল ন্যায়সঙ্গত, কারণ সংবিধানে পরিবর্তন এনে তৃতীয়বারের মত নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে প্রেসিডেন্ট কোনডে ছিলেন অবৈধ I ভয়েস অব আমেরিকার জেমস বুট্টি'র সঙ্গে দোভাষীর মাধ্যমে সেলু ডালেইন দিয়ালো বলেন,গিনির সমাজের যেসব কুকীর্তি সামরিক জান্তা শনাক্ত করেছিল তা চিহ্নিত করা হয়েছে এবং তার পার্টি তার সমালোচনা করেছেI

সামরিক বাহিনী যদি তাকে জিজ্ঞাসা করে যে ব্যক্তিগতভাবে তিনি ইউনিটি সরকারে যোগ দেবেন কিনা. উত্তর দিয়ালো বলেন, ব্যক্তিগতভাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেবেন না, তবে পার্টির কাউকে মনোনীত করতে পারেনI

২০২০ সালের অক্টোবরের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন বলে দাবি করেন, তবে সুপ্রিম কোর্ট কোনডেকে বিজয়ী বলে ঘোষণা করে এবং গিনির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট কোনডে'র অনুকূলে ফলাফলকে বৈধ বলে ঘোষণা করেI

দিয়ালো জানান, তিনি নতুন নির্বাচনে প্রেসিডেন্ট পদে আবারও দাঁড়াবেনI
.২০২০ সালের মার্চ মাসের গণভোটের পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তা ৮৩ বছর বয়সী কোনডে'র ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করে দেয়I বিরোধী পক্ষ জানায়, নেজেরেকরে'র বিরুদ্ধে গণভোট চলাকালে প্রতিবাদ-বিক্ষোভে অন্তত ২১ জন প্রাণ হারানI

কোনডে, ২০১০ এবং ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করেনI সমালোচকেরা জানান, এরপর তিনি ক্রমশই স্বৈরাচারী হতে শুরু করেন I দিয়ালো VOA কে জানান, তিনি সামরিক সরকারকে দুর্নীতি দমন এবং মানবাধিকারের লড়াইকে শীর্ষ অগ্রধিকার দিতে জোরালোভাবে সুপারিশ করবেনI তিনি বলেন কোনডে -র আমলে যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের বিচার করতে সামরিক বাহিনীকে সহায়তা করতে হবে I

XS
SM
MD
LG