অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত


বাংলাদেশের পুলিশ গুলশান জঙ্গী হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ড বাংলাদেশী-কানাডীয় নাগরিক তামিম চৌধুরী ও আরও দুজনের অর্থাৎ ৩ জনের পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার কথা জানিয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এবং সোয়াট টিম সকালে নারায়ণগঞ্জের একটি বাড়িতে ওই অভিযান চালায়। সকালে সাড়ে নয়টার দিকে অপারেশন হিট স্ট্রং নামের এক ঘন্টার ওই অভিযানের সময় পুলিশের প্রতি পাল্টা গুলি ও গ্রেনেড বিস্ফোরণের কথা জানানো হয়। অভিযান শেষে ঘরের ভেতর থেকে রাইফেল, পিস্তল ও গ্রেনেড পাওয়া যায়। পুলিশ প্রধান শহীদুল হক বলেন, তাদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাকীদেরও শিগগিরই পাকড়াও করা হবে।
গুলশান জঙ্গী হামলা- যাতে ১৭ জন বিদেশী নাগরিকসহ ২০ জন নিহত হয়েছিলেন- তার প্রধান পরিকল্পনাকারী ও হোতা হিসেবে তামিম চৌধুরীকে গ্রেফতারের জন্য এই মাসেই ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ বলছে, তামিম চৌধুরী ২০১৩ সালে কানাডা ছেড়ে সিরিয়ায়ও গিয়েছিলেন।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG