সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক গুলশান হামলা অথবা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া শনিবার সাংবাদিকদের বলেছেন অস্ত্র মামলার আসামি পেয়ার আহম্মদ আকাশের জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে যে সকল খবরাখবর এসেছে সেগুলো যাচাই করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন আকাশ ফেনী জেলার একটি অস্ত্র মামলার আসামি। ইন্টারপোলের মাধ্যমে তার বিষয়ে রেড নোটিশ জারি করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন ওই নোটিশের ভিত্তিতেই তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।
তিনি বলেন মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে আকাশের গুলশান হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হলেও বাংলাদেশ পুলিশের কাছে তারা কোন প্রমাণ দেখাতে পারেনি।