অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সেনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আইন প্রস্তাব প্রত্যাখান করা হয়


Sen. Chris Murphy, D-Conn., center, and other Democratic senators call for gun control legislation in the wake of the mass shooting in an Orlando LGBT nightclub this week, at the Capitol in Washington, June 16, 2016.
Sen. Chris Murphy, D-Conn., center, and other Democratic senators call for gun control legislation in the wake of the mass shooting in an Orlando LGBT nightclub this week, at the Capitol in Washington, June 16, 2016.

আমেরিকার ইতিহাসে সবচাইতে মারাত্মক গুলিবর্ষণে গণহত্যার ঘটনার ৮দিন পরে যুক্তরাষ্ট্র সেনেট, কারা আগ্নেয়াস্ত্র কিনতে পারবেন তা নিয়ন্ত্রণের এবং যারা আগ্নেয়াস্ত্র কিনবেন তাদের পরিচিতি খতিয়ে দেখা আরও সম্প্রসারিত করার কয়েকটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

ডেমোক্রাটরা দীর্ঘদিন ধরে, যে দুটি প্রস্তাব সমর্থন করে এসেছেন, এবং ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে এক সপ্তাহ আগে ওমার মতিন এক নৈশ ক্লাবে ৪৯জনকে গুলি করে হত্যা করার পর, পুনরায় উথ্থাপন করেন, সোমবার রাতে রিপাবলিকানরা তাতে বাধা দেন।

বন্দুকের সাহায্যে সহিংসতার ক্ষেত্রে আইনি ব্যবস্থার দাবিতে, কানেটিকাট রাজ্যের সেনেটার ক্রিস মার্ফি গত সপ্তাহে সেনেটে ১৫ ঘন্টা ধরে অধিবেশন চালু রাখেন। তার কয়েকদিন পরেই এই ভোট গ্রহণ হলো।

সেনেটার ক্রিস মার্ফি বলেন, "আমেরিকানদের উপর হামলা চালানোর জন্য এখন সন্ত্রাসীরা বিমান বা ঘরে তৈরি বিস্ফোরকের পরিবর্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। ১১ই সেপ্টেম্বারের পর আমরা সিদ্ধান্ত নেই যে সন্ত্রাসীদের, অসামরিক লোকদের হত্যা করার জন্য বিমানে আরোহণ করতে দেব না। এখন তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। সন্ত্রাসীরা তাদেরই নিয়োগ করছে যারা একক ভাবে কাজ করবে এবং বন্দুক প্রদর্শনীতে গিয়ে আগ্নেয়াস্ত্র কিনতে পারবে।”

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে রিপাবলিকানদের উথ্থাপিত দুটো প্রস্তাবও সোমবার প্রত্যাখ্যান করা হয়।

XS
SM
MD
LG