অ্যাকসেসিবিলিটি লিংক

রাজীব গান্ধীকে অপসারণের জন্য সেনা অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র হয়েছিলো


আজ এই প্রাক্তন সেনা অফিসারের বয়স ৮৬ বছর। কিন্তু সেনাবাহিনির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পি এন হুন তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী দ্য আনটোল্ড ট্রুথ-এ দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রি রাজীব গান্ধীকে অপসারণের জন্য সেনা অভ্যুত্থান ঘটনোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কে সুন্দরজী ও প্রাক্তন লেফটেন্যান্ট-জেনারেল এস এফ রডরিগস। ইনিও পরে সেনাপ্রধান হয়েছিলেন। তবে এই শীর্ষ সেনা অফিসারদের পেছনে মদতদাতা ছিলেন রাজীব-বিরোধী কয়েকজন রাজনীতিবিদ। এ প্রসঙ্গে লেখক ষড়যন্ত্রে জড়িত থাকবার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং, পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল সিদ্ধার্থ শঙ্কর রায় ও রাজীব মন্ত্রিসভারই এক মন্ত্রি বিদ্যাচরণ শুক্লার। ভারতীয় উপমহাদেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের দুই দেশ - বাংলাদেশ ও পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটেছে একাধিকবার। ব্যতিক্রম থেকে গিয়েছে ভারতই। কিন্তু এই বিবরণ সঠিক হলে ঐ ধারণা বদলে যাবে। আত্মকথা অনুসারে, সেনাবাহিনীর তিনটি প্যারা-কম্যান্ডো ব্যাটালিয়নকে দিল্লিতে এনে এই অভ্যুত্থান ঘটানোর কথা ভাবা হয়েছিল।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG