অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মঘট ঠেকাতে নরেন্দ্র মোদি, ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন


আগামী ২ সেপ্টেম্বর দেশের সবকটি শ্রমিক ইউনিয়ন শিল্প ধমর্ঘটের ডাক দিয়েছে মোদি সরকারের বিভিন্ন আর্থিক নীতির প্রতিবাদ করতে ও নিজেদের ১০ দফা দাবি আদায়ের জন্য। ধর্মঘট ঠেকাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়, অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখ রবিবার ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। শ্রমমন্ত্রী জানিয়েছেন, কিছু কিছু দাবি সরকার মেনে নিয়েছে, অন্যগুলি নিয়ে আরও কথাবার্তা দরকার। বিজেপি-ঘনিষ্ঠ ইউনিয়ন, ভারতীয় মজদুর সভা আলোচনায় খুশি। কংগ্রেস-ঘনিষ্ঠ ইউনিয়ন, আইএনটটিউসি দোলাচলে পড়েছে ধর্মঘট করা নিয়ে। কিন্তু বামপন্থী ইউনিয়ন, এআইটিইউসি নেতা, গুরুদাস দাশগুপ্ত হতাশ সুরে বলেন, ‌‌‍প্রধানমন্ত্রী তাঁদের কথা কেবল শুনে গিয়েছেন, নিজে বলেন নি কিছুই। কাজেই দোসরা সেপ্টেম্বরের ধর্মঘট হচ্ছেই। কিন্তু বিজেপির ইউনিয়ন-ই সবচেয়ে বড়। তারা গররাজী হলে কি আর ধর্মঘট হবে? আইএনটিইউসি-ও তো দ্বিধাগ্রস্ত। বৈঠকের পরে ইউনিয়নগুলি স্পষ্টতই বিভক্ত হয়ে পড়েছে।গৌতম গুপ্তের রিপোর্ট:

XS
SM
MD
LG