অ্যাকসেসিবিলিটি লিংক

অনেকের ধারণা, নেতাজীর রহস্যের জট এক বারে খুলতে চান না নরেন্দ্র মোদি


MH 370 India flag
MH 370 India flag

শনিবার কেন্দ্রীয় সরকারের হাতে থাকা গোপন ফাইলগুলি প্রকাশিত হলে নেতাজী সুভাষচন্দ্র বসুর সম্ভাব্য মৃত্যু কিংবা তাঁর নিরুদ্দেশ-যাত্রা সম্পর্কে ভারতবাসীর যাবতীয় কৌতুহলের নিরসন হবে, এই আশায় অধীর আগ্রহের ওপর যেন জল ঢালা হল। সমাধান তো কিছুই হল না, উল্টে নতুন বিতর্ক তৈরি হল। তবে অনেকের ধারণা, নেতাজীর রহস্যের জট এক বারে খুলতে চান না নরেন্দ্র মোদি। কিছু দিন পরেই পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচন। নির্বাচনী প্রচারে কংগ্রেসকে অপদস্থ করবার মত কিছু তথ্য হয়তো ফাইল প্রকাশের পরবর্তী পর্যায়ে জানা যেতে পারে। অর্থাত, নেতাজী-রহস্য এখন রাজনৈতিক সুবিধা লুটে নেবার অস্ত্রে দাঁড়িয়েছে। তবে আরও ফাইল প্রকাশ পেলে তবেই বোঝা যাবে এ ধারণা সত্যি কিনা। কংগ্রসের পক্ষে অস্বস্তিকর একটি বিষয় হল, বৃটিশ প্রধানমন্ত্রিকে লেখা একটি চিঠিতে জওহরলাল নেহরু নেতাজীকে যুদ্ধপরাধী বলে উল্লেখ করেছেন। কংগ্রেস অবশ্য এই চিঠিটিকে জাল বলে উড়িয়ে দিয়েছে। এই বিতর্কের প্রশ্নাতীত সমাধান সহজ নয়।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG