অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটিশ আইনের অনুসরণে ভারতীয় দণ্ডবিধিতেও সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ ধার্য রাখা হয়েছিল


ঠিক ১৬৫ বছর আগে বৃটিশ আমলে সে যুগের বৃটিশ আইনের অনুসরণে ভারতীয় দণ্ডবিধিতেও সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলে ধার্য করে এই অপরাধে কারাবাসেরও বিধান রাখা হয়েছিল। পৃথিবীর বহূ দেশেই সমকামিতাকে মানুষের স্বাধীন ইচ্ছার স্বীকৃতি দেওয়া হলেও ভারতে ওই আইনের বদল হয় নি। সমকামিতা আর অপরাধ নয় বৃটেনেও যাঁরা সমকামকে অপরাধের তকমা-মুক্ত করতে চান, তাঁদের যুক্তি শোনবার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু ২০১৩-য় সমকামকে অপরাধ হিসেবেই দণ্ডবিধিতে রেখে দেয়। আন্দোলনকারীরা হাল ছাড়েন নি। এঁরা বলছেন, দুটি প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিই এখানে একমাত্র বিবেচ্য হওয়া উচিত। সাধারণ ভাবে রাজনৈতিক নেতারাও সমকামকে অপরাধ হিসেবেই দেখেন।এঁরা মনে করেন, সমকাম অস্বাভাবিক যৌনতা এবং তা প্রকৃতির বিরুদ্ধ।উল্লেখযোগ্য ব্যতিক্রম হলেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রি অরুণ জেটলি।পরিস্থিতির বদল হয়েছে। সুপ্রিম কোর্টই আবার বিষয়টি শুনতে চেয়েছে। আগামী মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG