অ্যাকসেসিবিলিটি লিংক

১৯ বছর বয়সী তারুশি জৈন ঢাকার জঙ্গী হানায় নিহতদের মধ্যে একমাত্র ভারতীয়


মাত্র ১৯ বছর বয়সী তারুশি জৈন ঢাকার জঙ্গী হানায় নিহতদের মধ্যে একমাত্র ভারতীয়। আমেরিকার বার্কলে থেকে ছুটিতে ঢাকায় এসেছিল মা-বাবার কাছে। তার বাবা সঞ্জীব জৈন দীর্ঘ দিন বাংলাদেশে ব্যবসা করছেন। আজ তাঁর অসহায় প্রশ্ন, `এখানকার সব ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যাব? ভারত-ও কি নিরাপদ? কিংবা, এ দুনিয়ার কোনও জায়গাই?` না, দেশের নিরাপত্তা আধিকারিকেরা সতর্ক করে দিয়ে বলছেন, জঙ্গীদের কাছ থেকে মোটেই আর নিরাপদ নেই ভারত। বিশেষত, ভারতের মুসলিম তরুণদের একাংশ আকৃষ্ট হচ্ছে জঙ্গী ইসলামের প্রতি। আগেকার মত এরা আর ইন্ডিয়ান মুজিহিদিন, সিমি, লস্কর-ই-তৈবা কিংবা জৈশ-ই-মহম্মদ ইত্যাদি সংগঠনগুলির দিকে নয়, তাদের ঝোঁক বেড়েছে আই এস-এর দিকে। কেননা, তারা দেখছে, সিরিয়ায় এরাই লড়াই করে নিয়ন্ত্রণ কায়েম করেছে বিস্তীর্ণ এলাকার ওপর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রি, রাজনাথ সিং জানিয়েছেন, ইতিমধ্যেই ২৩ জন ভারতীয় আই এস-এর এলাকায় পাড়ি জমিয়েছে। ফিরে এসেছে ২ জন, যাবার আগেই আটক করা সম্ভব হয়েছে ৫৪ জনকে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:20 0:00

XS
SM
MD
LG