অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে এখন ৪০০ কোটি টাকার জাল নোট বাজারে ঘুরছে


please wait
Embed

No media source currently available

0:00 0:01:02 0:00


ভারতের অর্থনীতিতে জাল নোটের রমরমা অজানা নয়। কিন্তু কত ১,০০০ আর ৫০০ টাকার জাল নোট ঘুরছে বাজারে, তা নিয়ে এই প্রথম একটি নির্ভরযোগ্য রিপোর্ট তৈরি করেছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আই এস আই)। তাদের রিপোর্টে বলা হয়েছে, হাজার টাকার প্রতি ১০ লক্ষটি নোটের মধ্যে জাল নোট ধরা পড়ে ৩৫৭টি। আর, ৫০০ টাকার প্রতি ১০ লক্ষ নোটের মধ্যে ধরা যায় ৩৬২টিকে। কেবল ২০১৪-১৫ অর্থবর্ষেই এক হাজার টাকার ১ লক্ষ ৩৪ হাজার জাল নোট ধরা গিয়েছিল। রিপোর্টের হিসেব, ভারতে এখন ৪০০ কোটি টাকার জাল নোট বাজারে ঘুরছে। প্রতি বছর নতুন করে বাজারে ৭০ কোটি টাকা টাকার জাল নোট ঢুকছে। কিন্তু এত জাল নোটের পেছনে কে? জানা যাচ্ছে, সাধারণ অপরাধীরা তো থাকেই, এ ছাড়াও অনেক সময় ভারতের অর্থনীতিতে টালমাটাল ঘটাতে শত্রু রাষ্ট্র-ও জাল নোট বাজারে ছেড়ে দেয়। মাঝেমাঝেই জালনোট ও তার কারবারীরা ধরা পড়ে। কিন্তু ব্যাঙ্কের কাছে জাল নোট না গেলে সেগুলি তো ধরাই পড়ে না।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG