গুলশানের একটি রেস্তোরায় সশস্ত্র ব্যক্তিদের দ্বারা জিম্মি করে রাখা এবং জিম্মিদের হত্যা করার পর্বের অবসান হয়েছে শনিবার সকালে। সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য বাহিনীর সমন্বয়ে কমান্ডোরা ওই অভিযান চালায়। ওই অভিযান শেষে শনিবার দুপুরে বিস্তারিত জানিয়েছেন সেনাবাহিনীর ডাইরেক্টর অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
শুক্রবার রাতে সশস্ত্র ব্যক্তিরা রেস্তোরায় ঢুকে সবাইকে জিম্মি করে রাখে। রেস্তোরাটির অন্যতম একজন কর্মকর্তা শুক্রবার মধ্যরাতে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি ঘটনাস্থলের অদূরে বসেই ওই মধ্যরাতেই জানাচ্ছিলেন তার অভিজ্ঞতা।
সাধারণ মানুষের মধ্যে পুরো ঘটনাটি ব্যাপক ভীতি, আতংক এবং উদ্বেগের জন্ম দিয়েছে। তাদেরই কয়েকজন তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন ভয়েস অফ আমেরিকার কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, পুরো ঘটনাটিই ভয়াবহ এবং এতে নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে।
বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের নানামুখী নেতিবাচক যে প্রতিক্রিয়া দেখা দেবে বলে আশংকা করা হচ্ছে তা বন্ধে এখনই উদ্যোগ নিতে হবে।...ঢাকা থেকে আমীর খসরু