অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮৯ জনে


হাইতির চারডোনিয়ার্সে ভূমিকম্পে একটি গির্জা সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। আগষ্ট ১৮, ২০২১।
হাইতির চারডোনিয়ার্সে ভূমিকম্পে একটি গির্জা সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। আগষ্ট ১৮, ২০২১।

হাইতির নাগরিক রক্ষা এজেন্সী জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে দেশটিতে আঘাত হানা ধ্বংসাত্মক ভূমিকম্পে মৃতের সংখ্যা বুধবার প্রায় ২৫০ জন বেড়ে এখন ২১৮৯ জনে দাড়িঁয়েছে।

এজেন্সীটি এক টুইট বার্তায় মৃতের ঐ মোট সংখ্যার কথা জানায়।

হতাহতের সবশেষ তথ্য অনুযায়ী, গত রবিবার হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ঐ ভূমিকম্পে ১২,২৬০ জনের বেশি আহত হয়েছেন। ভূমিকম্প আঘাত হানা ঐ স্থানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

নাগরিক রক্ষা এজেন্সী আরও জানিয়েছে, ৩৩২ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। ঐ এলাকাটিতে এখনও কম্পন হচ্ছে।

ভূমিকম্পে এই হতদরিদ্র দেশটির হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি এখনও ২০১০ সালের ধ্বংসাত্মক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের চেষ্টা করছে।

হাইতি আগে থেকেই গ্যাং সহিংসতা, কোভিড-১৯ এবং রাজনৈতিক বিশৃঙ্খলা জর্জরিত ছিল। প্রেসিডেন্ট জোভেনেল মোয়িসকে হত্যার পর গত মাসে আরও বেড়েছে।

সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত চারটি প্রদেশে এক মাসের জন্য জরুরী অবস্থা জারি করেছে।

XS
SM
MD
LG