অ্যাকসেসিবিলিটি লিংক

হেইতিতে কলেরা ছড়ানোর পেছনে জাতিসংঘ তাদের দায়িত্ব স্বীকার করল  


হেইতিতে ২০১০ সালের পর এই প্রথম বারের মত যে কলেরা রোগ মারাত্মক আকারে ছড়িয়ে পরেছে তার পেছনে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর কিছু ভূমিকা যে ছিল সে দায় তার স্বীকার করেছে। ক্যারিবিয় দ্বীপাঞ্চলের দেশটিতে কলেরার মহামারীতে প্রায় ১০ হাজার মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, হেইতিতে কলেরা যে মারাত্মক ভাবে ছড়িয়ে পরেছে তা রোধে জাতিসংঘের আর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। তবে আগামী দু’মাস বা তারও কম সময়ের মধ্যে এই সংকট সমাধানে জাতিসংঘ উল্লেখযোগ্য নতুন সব পদক্ষেপ নেবে। কলেরা রোগ ছাড়ানোর কারণ হিসেবে হেইটি জাতিসংঘের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে তবে জাতি সংঘের দাবী কূটনীতিক সমাজ এর জন্য কিছুটা দায়ী।

XS
SM
MD
LG