অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বহুকালের পুরনো বহুত্ববাদের ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে: উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী


India
India

ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারীর ৫ বছরের মেয়াদ শেষ হল বৃহস্পতিবার। তার আগের দিন সরকারী রাজ্যসভা টিভি-তে এক সাক্ষাতকারে তিনি বললেন, বর্তমানে দেশের সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এক দিকে, গোহত্যা নিষিদ্ধ করবার চাপ, যত্রতত্র সন্দেহবশে গণপ্রহারে হত্যা, মুসলমানদের ধর্মান্তরকরণের প্রচেষ্টা ইত্যাদি ঘটনায় ভারতের বহুকালের পুরনো বহুত্ববাদের ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে। উঠে আসছে সংখ্যাগুরুর একাধিপত্ব স্থাপনের প্রচেষ্টা। পরস্পর সহনশীল সহাবস্থানের অভ্যাসও যেন চ্যালেঞ্জের মুখে।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG