অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণি ঝড় ম্যাথিউ বাহামার দিকে ধাবিত 


অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ম্যাথিউ হেইটি এবং কিউবায় আঘাত হেনেছে। কিউবা এবং প্রতিবেশী রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে অন্তত ১০জন প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে ঘূর্ণিঝড় বাহামার দিকে ধাবিত হয়েছে।

মায়ামির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ম্যাথিউ অত্যন্ত বিপদ জনক এবংপ্রচণ্ড শক্তিশালী অবস্থায় বিরাজ করবে । ঘূর্ণিঝড় হেইটিতে আঘাত হানার পর কিছু দুর্বল হয়ে তা ৩ নম্বর ক্যাটাগরিতে নেমে আসে এবং বাতাস ঘণ্টায় ১২৫ মেইল বেগে বইতে থাকে। তবে আশংকা করা হচ্ছে ফ্লোরিডা রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলে ধাবিত হবার সময় ঝড়ের প্রচণ্ডতা আবারও বাড়তে থাকবে।

আমেরিকারন্যাশনাল হারিকেন সেন্টারের কর্মকর্তা জানিয়েছে, হারিকেন ম্যাথিউ খুব ধীর গতিতে সমুদ্র থেকে স্থলভাগে উঠে এসেছে। এর লক্ষণ বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত । হেইটির অধিকাংশ অঞ্চল পাহাড়ি হওয়ায় ঝড়ের কারণে ভূমিধ্বস হতে পারে।

XS
SM
MD
LG