অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন চুক্তি হলে তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই হবে: শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফর সম্পর্কে বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন চুক্তি হলে তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই হবে। দেশের জন্য ক্ষতিকর এমন কিছুই করা হবে না।

প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির জন্য দেশের পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোকেই দায়ী করেছেন।

প্রধানমন্ত্রী ঢাকায় পুলিশের এক অনুষ্ঠানে বলেন, তার ভাষায় ‘একটি স্বার্থান্বেষী মহল ১৯৭৪ সালে ভারতের সঙ্গে সম্পাদিত ২৫ বছরের সমঝোতা চুক্তিকে গোলামির চুক্তি হিসেবে আখ্যায়িত করেছিল। কিন্তু এই চুক্তি থেকে সীমান্ত সমস্যা সমাধানসহ বাংলাদেশই বেশি লাভবান হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল চার দিনের ভারত সফরে যাবেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG