অ্যাকসেসিবিলিটি লিংক

হাসিনা ফ্রান্স সফর বাতিল করেছেন


Sheikh Hasina
Sheikh Hasina


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফ্রান্স সফর বাতিল করেছেন। ইউনেস্কো আয়োজিত লিডারস ফোরামে যোগ দেয়ার জন্য আগামীকাল তার ফ্রান্স যাওয়ার কথা ছিল। কি কারণে ফ্রান্স সফর বাতিল হয়েছে তা নিশ্চিত করে বলেনি ঢাকার পররাষ্ট্র দপ্তর। তবে ধারণা করা হচ্ছে, ফ্রান্সে উপর্যুপরি সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে হয়তো এই সফর বাতিল করা হয়েছে। যদিও ইউনেস্কো এখন পর্যন্ত এই সম্মেলন বাতিল ঘোষণা করেনি। ইউনেস্কোর ৭০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ইরান, আর্জেন্টিনা, বুলগেরিয়া, ক্যামেরুন, গ্যাবন, ম্যাসেদোনিয়া, মাল্টা, মালি, আজারবাইজান, শ্রীলঙ্কা, মেক্সিকো ও ভিয়েতনামের প্রেসিডেন্টের অংশ নেয়ার কথা ছিল।
১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর এই সফরের বিষয়ে জানাতে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করার কথা ছিল। দুপুরে জানানো হয়, অনিবার্য কারণবশতঃ এই সংবাদ সম্মেলন হচ্ছে না। গত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ মাধ্যমকে জানান, ইউনেস্কো বাতিল না করলে প্রধানমন্ত্রী সেখানে যাবেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG