অ্যাকসেসিবিলিটি লিংক

খোলা মন নিয়ে শর্ত ছাড়াই আসন্ন ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আসন্ন ভারত সফরে খোলা মন নিয়ে কোন শর্ত ছাড়াই যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দুদেশের যে ৫৪ টি অভিন্ন নদনদী রয়েছে তার পানির ন্যায্য হিস্যা যাতে বাংলাদেশ পায় তা নিয়ে আলোচনা চলছে। তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন এ ব্যাপারে আলাপ আলোচনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অবস্থান তুলে ধরেছে। তবে তিনি মনে করেন এ ইস্যুতে বিশ্ব নেতৃবৃন্দের আরও সোচ্চার হওয়া উচিৎ ছিল।

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রস্তাব সহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সংবাদিকাদের প্রশ্নের জবাব দেয়া ছাড়াও তিনি মরক্কোতে জলবায়ু সম্মেলনে এবং হাঙ্গেরিতে ওয়াটার সামিটে তাঁর অংশ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।

XS
SM
MD
LG