অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের ৮ রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তথ্য প্রযুক্তি এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


তথ্য ও প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়ানোয় উৎসাহ প্রদানের লক্ষ্যে এবারই প্রথম দেয়া হল আইটিইউ এ্যাওয়ার্ড। বিশ্বের ৮জন জন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে এ পুরষ্কার গ্রহন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বি হচ্ছে বাংলাদেশের মানুষ ।

এর আগে শনিবার সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন বিষয়ক সেমিনারে সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির ক্ষেত্রে সমতা আনার উপর জোর দেন।

একই দিন সাউথ সাউথ সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে ম্যানহাটেনের হোটেল হিল্টনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সন্ধায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ গ্রহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রিপোর্ট: নিউ ইয়র্ক থেকে সেলীম হোসেন- ভয়েস অফ এ্যামেরিকা।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:36 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG