অ্যাকসেসিবিলিটি লিংক

রাময়াল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের কোন ক্ষতির সম্ভাবনা নেই: শেখ হাসিনা


বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশুর নদীর তীরে রাময়াল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বিশ্বের সর্ববৃহৎ মানব সৃজিত সুন্দরবনের কোন ক্ষতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন একটি নন-ইস্যুকে ইস্যু করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে চায় তা কঠোর হাতে দমন করতে সরকার পিছ পা হব না।

তিনি বলেন সুন্দরবনের কোন ক্ষতি যাতে না হয় এবং পরিবেশসহ সকল বিষয় বিবেচনায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি ব্যাবহার করে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে বলে উল্লেখ করে তিনি বলেন এ প্রকল্পের আওতায় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্বের উন্নত দেশগুলোতে বহু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রে ৪০ ভাগ বিদ্যুতের যোগান দেয়া হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। তিনি বলেন যুক্তরাষ্ট্রে এমন সাত হাজার বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

XS
SM
MD
LG