অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসা বিজ্ঞানে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমির নোবেল পুরস্কার পেয়েছেন


জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমির এ বছর চিকিৎসা বিজ্ঞানে, প্রাণীকোষ কী করে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেই গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

স্টকহোমে নোবেল কমিটি সোমবার ওই ঘোষণা করে।

৭১ বছর বয়স্ক ওশুমি Tokyo Institute of Technology তে প্রফেসর। টোকিও থেকে তিনি সাংবাদিকদের বলেন,

“আমি একটা জিনিষ জোর দিয়ে বলতে চাই। আমি যখন এই গবেষণা শুরু করি তখন এই আশ্বাস ছিল না যে অটোফেজিতে গবেষণার ফলে, ক্যানসার বা মানুষ কতদিন বাঁচবেন তার একটা সংযোগ পাওয়া যাবে। সে কারণে আমি এটা শুরু করিনি। আমি আশা করছি লোকজন উপলব্ধি করবেন প্রাথমিক গবেষণা কিভাবে হয়। আমি বিজ্ঞানের মৌলিক দিকগুলো কত গুরুত্বপূর্ণ তার উপর জোর দিচ্ছি।“

প্রতিবছর শরীর বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়।

XS
SM
MD
LG