অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান পরিকল্পনায় এক কোটি ৪০ লক্ষ মানুষ স্বাস্থ্য বীমা হারাবেন: কংগ্রেশনাল বাজেট অফিস


কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, Affordable Care Act যা ওবামাকেয়ার নামেই বেশী পরিচিত, তার পরিবর্তে কংগ্রেস যদি রিপাবলিকান পরিকল্পনা অনুমোদন দেয়, তাহলে আগামী বছর এক কোটি ৪০ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্য বীমা হারাবেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা প্রদানের যে নির্বাচনী অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে কি পরিমান খরচ হবে, কংগ্রেশনাল বাজেট অফিস সোমবার সে সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। ঐ রিপোর্টে বলা হয়েছে, যদি রিপাবলিকান পরিকল্পনা গ্রহন করা হয়, তাহলে ২০১৮ সালে এক কোটি ৪০ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্য বীমা হারাবেন। এই সংখ্যা আরো বাড়বে, যা ২০২৬ সালে হবে পাঁচ কোটি দুই লাখ।

কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, নতুন স্বাস্থ্যের সেবার পরিকল্পনা এখন থেকে ২০২৬ সালে ত্রিশ হাজার ৭০০ কোটি টাকার কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমাবে।

XS
SM
MD
LG