অ্যাকসেসিবিলিটি লিংক

দামেষ্কে বোমা বিষ্ফোরণে ৫ জন নিহত এবং আহত ৩০ জনের বেশি।




সিরিয়ার রাজধানী দামেষ্কে শুক্রবার একটি শিশু পার্কের কাছে একটি গাড়ী বোমা বিষ্ফোরিত হয়। রাজধানীতে ঐ আক্রমনে ৫ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ৩০ জন। সরকার এবং বিদ্রোহীদের মধ্যে অস্ত্র বিরতির প্রথম দিনেই এই ঘটনা ঘটলো।

সিরিয়ার বিদ্রোহীরা বলছে, মুসলমানদের পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শুত্রবার থেকে চারদিনের অস্ত্র বিরতি শুরু হলেও সরকার এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাটইস বলছে শুক্রবার ফজরের নামাজের সময় ইদলিব প্রদেশে লড়াই শুরু হয়।

বিদ্রোহীরা বলছে ওয়াদি আল দায়িফ সামরিক ঘাঁটির কাছে হামলায় ৯ জন নিরাপত্তা সেনা এবং চারজন বিদ্রোহী সেনা নিহত হয়েছে। বিদ্রোহীরা আর জানিয়েছে যে দামেষ্কের হারাস্তা আবাসিক এলাকায় চোরাগোপ্তা আক্রমণে আরো দুজন নিহত হয়েছে।
XS
SM
MD
LG