অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনঃ বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি


আজ ১৬ জুলাই আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: “বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি।”দেশ-কাল-পাত্র ভেদে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি বিপন্ন হচ্ছে নানা অঞ্চলে নানা ভাবে। আজকের আলোচনায় এই বিশ্বজনীন বিষয় সম্পর্কে নানা জিজ্ঞাষ্য তুলে ধরা হয় শ্রোতাদের প্রশ্নের মাধ্যমে---আর তারই পরিপ্রেক্ষিতে আলোচনা করেছেন আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথীরা। শ্রোতা বন্ধুরা আজকের প্যানেলে ছিলেন, বাংলাদেশ থেকে ব্যারিষ্টার সারা হোসেন বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত আইনজীবি। বাংলাদেশের সুপ্রিম কোট এবং আন্তর্জাতিক ল-এসোসিয়েশনের সদস্য, আইন ও সালিশ কেন্দ্রের সংগেও যুক্ত আছেন। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, সেখান থেকেই আমাদের সংগে যোগ দেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:45:03 0:00
সরাসরি লিংক

ভারতের পশ্চিম বংগ থেকে যোগ দিয়েছেন প্রফেসার অমিতাভ বসু। তিনি একটি বহুজাতিক কোম্পানির উপদেষ্টা হিসাবে কর্মতর আছেন। আর ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সংবাদ ভাষ্যকার, বিশ্লেষক নিউ ইয়োর্ক প্রবাসী ডঃ সেলিম জাহান। সেই সংগে ই-মেইল করে এবং ফেইসবুক ফ্যান পেজে শ্রোতারা যারা প্রশ্ন পাঠিয়ে অংশ নিয়েছেন তারা এবং যারা সরাসরি যারা ফোন করে অনুষ্টানে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমাদের অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সংগে আমাদের অগনিত শ্রোতা ভক্তদের ধন্যবাদ অনুষ্টান শোনার জন্য।

XS
SM
MD
LG