অ্যাকসেসিবিলিটি লিংক

 হ্যালো ওয়াশিংটন: আজকের বিশ্ব এবং পরিবেশ রক্ষায় আমাদের করণীয়


আজকের বিশ্বকে আমরা ধনী, দরিদ্র, উন্নত, অনুন্নত যেভাবেই আমরা ভাগ করি অথবা সংজ্ঞায়িত করি না কেন পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়ার প্রাধান্য কারণ মানুষ।

পরিবেশের উপরেবিরূপ প্রভাব আমরা যেমন অমেরিকায় বসে দেখছি তেমনি ভাবে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড অথবা সুদূর আফ্রিকা মহাদেশে বা হিমালয় পার্বত্য শৃঙ্গে--- এমনকি দক্ষিণ গোলার্ধেও এর কুফল সারা বিশ্বের মানুষ তা দেখছেন এবং অনুভব করছেন। আর তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও অনেক বেশী সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আমাদের সংগে যোগদান থাইল্যান্ডের ব্যাংকক থেকে যোগ দেন আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী ডঃআতিক রহমান।কলকাতা থেকে ভারতের আবহাওয়া দপ্তরের শীর্ষস্থানীয় আবহাওয়া বিজ্ঞানী ডঃ গোকুল চন্দ্র দেবনাথ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যোগ দেন আর্কেইড এনভার্ম্যান্টের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এন্ড ন্যাশনাল টেকনোলজি ম্যানেজার ডঃ সুফিয়ান এ খন্দকার।

please wait
Embed

No media source currently available

0:00 0:41:08 0:00

বিস্তারিত শুনতে অডিওতে চাপ দিন।

XS
SM
MD
LG