আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় “বিশ্বব্যাপী মানব পাচার সমস্যা এবং এর প্রতিকার।”
আজ আমাদের অনুষ্ঠানের তিনজন অতিথি ছিলেন। ওয়েলফেয়ার এসোসিয়েশন ফর দি রাইটস অফ বাংলাদেশী ইমিগ্রেন্টস ওয়ার্বি-র একজন প্রতিষ্টা্তা এবং চ্যায়ারম্যান সৈয়দ সাইফুল। বাংলাদেশ থেকে বিশিষ্ট নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক এবং বাংলাদেশ ইনিষ্টিটিউট অব পিস এন্ড সিকিউরিটিজের প্রধান অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ মনিরুজ্জামান ছিলেন।
কলকাতা থেকে মানব পাচার বিরোধী সংস্থা সংলাপের সিনিয়ার প্রজেক্ট কোর্ডিনেটার তপতী ভৌমিক। অংশ নিয়েছেন বাংলাদেশ এবং ভারতের শ্রোতা বন্ধুরা। বিস্তারিত অনুষ্টানটি শুনতে অডিওতে চাপ দিন।