অ্যাকসেসিবিলিটি লিংক

এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সাংবাদিকদের বিরূদ্ধে সংঘটিত সহিংসতা


এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সাংবাদিকদের বিরূদ্ধে সংঘটিত সহিংসতা
এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সাংবাদিকদের বিরূদ্ধে সংঘটিত সহিংসতা

এই বুধবার ২৯ ফেব্রূয়ারী আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ‘সাংবাদিকদের ওপর সংঘটিত সহিংসতা’ । অনুষ্ঠানে অতিথি বক্তা প্যানেলে ছিলেন নতুনদিল্লি থেকে কলকাতার টুয়েন্টি ফোর আওয়ার টিভি নিউজ চ্যানেলের নতুন দিল্লি ব্যুরো চীফ চিত্রিতা সান্যাল , ঢাকা থেকে ছিলেন দি নিউ এজ পত্রিকার সম্পাদক নরুল কবীর এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অনুষ্ঠান যোগ দেন এম্পায়ার স্টেইট কলেজের শিক্ষক-মানবাধিকার সংগ্রামি ডক্টর পার্থ ব্যানার্জি । এক প্রশ্নকর্তার মন্ত্যেরর জবাবে নুরুল কবীর বলেন - সাংবাদিকরা বিশেষ সুবিধেভোগি কোনো গোষ্ঠী নয় - তবে , সকল নাগরীকের সঙ্গে তাঁদেরও রাষ্ট্রের পক্ষ থেকে সূরক্ষার নিশ্চয়তা থাকতে হবে । চিত্রিতা সান্যাল বিশেষ করে ঝুঁকিপূর্ন পরিস্থিতিতে কাজ করার সময় সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ।প্রফেসার পার্থ ব্যানার্জি সাংবাদিকদের সূরক্ষাএ বন্দোবস্তের সঙ্গে সঙ্গে সকলেরই গনতান্ত্রীক অধিকারে ওপর গুরুত্ব আরোপ করেন ।

XS
SM
MD
LG