আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এ্যান্ড ফিল্ম ষ্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়া, এসএ টিভির হেড অব নিউজ নাজমুল আশরাফ ও নিউইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।
আমরা জানি সম্প্রতি বাংলাদেশে বেতার ও টেলিভিশনের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন করা হয়েছে। টক শোতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করা, সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার না করা, জনস্বার্থ বিঘ্নিত হতে পারে—এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার না করা, ইত্যাদির উল্লেখ রয়েছে এতে। একই সঙ্গে বেতার ও টিভির লাইসেন্স দেওয়ার বিধানও রাখা হয়েছে। আসুন শোনা যাক।