বাংলাদেশের রাজধানীসহ দেশের সব এলাকায় বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহীর পাশাপাশি ছোট ছোট শহরেও এখন বৃষ্টি হলে পানি জমে যায়।
এ বছর বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা যেনো চরম আকার ধারণ করেছে। গত কয়েক দিনের মাঝারি থেকে ভারি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কিভাবে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায় তার নানা দিক নিয়ে হ্যালো ওয়াশিংটনে কথা বচললেন ঢাকা বিশ্বিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক, নগর পরিকল্পনাবিদ ড. নজরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।