ভারতীয় সঙ্গীতের আকাশে যাঁকে উজ্জ্বলতম নক্ষত্রদের একজন বলা হয়, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মের শততম বর্ষ উদযাপন শুরু হয়েছে গত ১৬ই জুন। শতবর্ষ পূর্তি হবে ২০২০ সালে। তিনি ছিলেন সোনালী কণ্ঠের অধিকারী। কলকাতায় আর বম্বেতে, টলিউড আর বলিউডে, তাঁর বাংলা আর হিন্দি গানের সুরে সমান তালে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন তিনি, বাকি ভারতের কাছে যিনি পরিচিত হেমন্ত কুমার হিসেবে। যেমন রবীন্দ্র সংগীতে তেমনই আধুনিক রোমান্টিক গানে তাঁর তুলনা মেলা ভার। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন দীপংকর চক্রবর্তী।
হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু
