অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাক্তন প্রেসিডেন্ট, ট্রাম্পের শুনানিতে ওয়াশিংটন ডিসিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রস্তূতি


আগামী সপ্তাহের নির্ধারিত, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট শুনানি উপলক্ষ্যে, রাজধানী ডিসির আসে পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছেI কর্তৃপক্ষের উদ্বেগ যে, ট্রাম্পের উগ্রবাদী অনুসারীরা, নির্বাচনের ফলাফলে ক্ষোভ প্রকাশ করে আবারো সহিংসতায় লিপ্ত হতে পারেনI

কর্মকর্তারা নিরাপত্তা সম্পর্কিত বিশদ ব্যাখ্যা না দিলেও, তারা নিশ্চিত করতে চান যে, ৬ই জানুয়ারির হামলা এবং ৫ জনের মৃত্যুর পর, তারা কোনো ধরণের ত্রূটি রাখতে চান নাI

বৃহস্পতিবার এক শুনানিতে হোমল্যান্ড সিকিউরিটি এবং জরুরি ব্যবস্থাপনা এজেন্সির পরিচালক, ক্রিস্টোফার রড্রিগেজ, আইনপ্রণেতাদের বলেন, আমরা অন্ততঃ এখনকার জন্য, ওয়াশিংটন ডিসিতে প্রকাশ্য নিরাপত্তা ব্যবস্থার প্রদর্শন দেখাতে চাইI

তিনি বলেন, আমাদের এই পদক্ষেপ, ডিসির পুলিশ দপ্তরের পক্ষে শহরের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থায়, তাদের পুলিশ বাহিনীকে মোতায়েন করতে অপৰিহাৰ্য হতে পারেI আমরা, আমাদের শহরে কোনো সহিংসতা বরদাস্ত করবো নাI

যুক্তরাষ্ট্র সেনাবাহিনী গত সপ্তাহে ঘোষণা করে যে, শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তায় যে ২৭,০০০ ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েন করা হয়েছিল, তাদের মধ্যে ৭.০০০ সেনা, মার্চের মাঝামাঝি পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেI ডিসির মেয়র, এছাড়াও, জরুরি কোনো পরিস্থিতি মোকাবেলায়, অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছেনI

XS
SM
MD
LG