মুসলমান নারী এ্যাথলেটদের জন্য হিজাব বের করতে চলেছে ক্রীড়া বিষয়ক পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১৮ সালের বসন্তকাল নাগাদ এই বিশেষ পোষাক পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদী আরবের সারাহ আত্তারের নাম উল্লেখ করে নাইকির এক বিবৃতির বরাত দিয়ে আল আরাবিয়া ইংলিশের খবরে বলা হয়েছে মুসলমান নারী এ্যাথলেটদের হিজাবের ধারণা এসেছে ২০১২ সালে ঐ হিজাবী দৌড়বিদের আন্তর্জাতিক সাফল্যের পর।
আমনা আল হাদ্দাদ নামের আমীরাতের অলিম্পিক ওয়েটলিফটার মুসলিম নারী এ্যাথলেটদের জন্য হিজাবের বিষয়ে অনুপ্রেরণা দেন নাইকির স্পোর্টস গবেষণা ল্যাব সফর করে।
গত মাসে এর পরীক্ষামূলক একটি বিজ্ঞাপন ছাড়া হয় মধ্যপ্রাচ্যের কিছু নারী এ্যাথলেটদেরকে তা পরিয়ে।
নাইকি মুখপাত্রী মেগান সালফেল্ড আল আরাবিয়া ইংলিশে দেয়া সাক্ষাৎকারে বলেন এই হিজাবের ধারণা এসেছে মুসলিম নারী এ্যাথলেটদের সরাসরি অনুরোধের পর। তারা বলেছেন তাদের জন্যে হিজাব জাতীয় পোষাক হলে তারা ক্রীড়া ক্ষেত্রে আরো ভালো সাফল্য আনতে পারবেন।