অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়া বিমানের ছিনতাইকারীরা আত্মসমর্পণ করেছে


লিবিয়ার বিমানের ছিনতাইকারীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ছিনতাই হওয়া লিবিয়ার বিমানটিকে ভূমধ্যসাগরীয় ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র মাল্টায় অবতরণ করানো হয়। এর আগে দু'জন ছিনতাইকারী হাত বোমা ফাটিয়ে বিমানটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।


বিমানটি অবতরণের কিছু পরেই শিশু এবং মহিলা যাত্রীদের বিমান ত্যাগ করার অনুমতি দেয় তবে এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ছিনতাইকারীরা বিমানের পাইলটদের বিমান ছাড়বেন না বলে জানায়। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী তাহের সিয়ালা জানিয়েছেন, ঐ দুইজন ছিনতাইকারী নিহত স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফীর অনুসারী এবং তারা মাল্টায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে।


রাষ্ট্র পরিচালিত লিবিয়ান এয়ার লাইন্স আফ্রিকিয়া এয়ারওয়েজের অভ্যন্তরীণ ফ্লাইটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাবাহ থেকে ত্রিপলি যাওয়ার পথে বিমানটিকে ঘুরিয়ে মাল্টার আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়।


ঐ বিমানে ১১৮ জন আরোহী ছিলেন। মাল্টা আন্তর্জাতিক বিমান বন্দরে সকল ফ্লাইট বাতিক করা হয়েছে।

XS
SM
MD
LG