আমেরিকার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে হিলারি ক্লিনটন ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করা কথা রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষনা করবেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিস ক্লিনটন ডেমোক্রেটিক দলের পক্ষএ প্রেসিডেন্ট পদের মনোনয়নের প্রচার অভিযানের কথা অনলাইনে্র সামাজিক মাধ্যগুলোতে একটি ভিডিও চিত্রের মাধ্যমে ঘোষণা করবেন ।
শুক্রবার মিস ক্লিনটনের ঘনিষ্ঠ মহল থেকেই/ সংবাদ মাধ্যমকে এই পরিকল্পনার কথা জানায়।