অ্যাকসেসিবিলিটি লিংক

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন প্রার্থি হচ্ছেন না


২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়া ডেমক্র্যাট হিলারি ক্লিন্টন, ২০২০ সালের নির্বাচনে আর ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না । ট্রাম্প অবশ্য হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ক্লিন্টন নিউ ইয়র্কে একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন যে নির্বাচনে না দাঁড়ালেও আমি কাজ করে যাবো এবং বক্তব্য রাখবো, আমার বিশ্বাসের সমর্থনে দাঁড়াবো। তিনি আরও বলেন যে, যে সব ঘটনা এখন ঘটছে তাতে তিনি গভীর ভাবে বিচলিত বোধ করছেন।

ডেমক্র্যাটিক দলের হয়ে আগামি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদের তালিকা বেশ দীর্ঘ। এঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের পাঁচজন নারী । এঁরা হচ্ছেন ম্যাসাচুসেটস থেকে সেনেটর এলিজাবের্থ ওয়ারেন, নিউ ইয়র্কের কার্সটেন গিলিব্র্যান্ড, মিনেসোটার অ্যামি ক্লবুকার এবং ক্যালিফোর্নিয়ার কমলা হ্যারিস আর সেই সঙ্গে রয়েছেন কংগ্রেস সদস্যা হাওয়াইয়ে তুলসি গ্যাবার্ড।

এদিকে ২০১৬ সালের নির্বাচনে ক্লিন্টনের প্রধান প্রতিদ্বন্দ্বি, ভার্মন্টের সেনেটার বার্নি স্যান্ডার্স ঘোষণা করেছেন, তিনি আবার নির্বাচনে দাঁড়াবেন । আরও একজন গুরুত্বপূর্ণ ডেমক্র্যাট নেতা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন , তিনিও সিদ্ধান্ত নিতে চলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে।

XS
SM
MD
LG