অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারি ক্লিন্টান সুস্থ হয়ে উঠছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান খুব ভাল ভাবে সুস্থ হয়ে উঠছেন। তিনি মাথায়, ধমনীতে রক্ত জমাট বেঁধে ক্লট হওয়া থেকে আরোগ্য লাভ করছেন। তার চিকিৎসকদের টিম থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় হিলারি ক্লিনটনের ডান কানের পেছনে মস্তিষ্ক ও খুলির মধ্যবর্তী জায়গার রক্ত জমাট বাধে কিন্তু তাতে তার কোন ক্ষতি হয়নি।

দুই চিকিৎসক লিসা বারড্যাক এবং জিজি এল-বাইউমি বলেছেন তারা আস্থাবান যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসকরা জানিয়েছেন, ক্লটটির কারণে হিলারি স্ট্রোক বা স্নায়ুজনিত কোনো ক্ষতির সম্মুখীন হননি।

তারা বলেছেন যে তিনি বেশ প্রফুল্ল আছেন এবং চিকিৎসক, পরিবারের সদস্য ও নিজ মন্ত্রণালয়ের সহকর্মীদের সঙ্গে দরকারি সব বিষয়েই কথা বলছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, ক্লটটি ভাঙার জন্য তার চিকিৎসক দল রক্ত তরলকারক পদার্থ ব্যবহার করছেন।

রবিবার হিলারি ক্লিন্টানকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়।
XS
SM
MD
LG