অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার থেকে হিন্দু শরনার্থীর ঢল


মিয়ানমার থেকে ২৫শে আগস্টের পর এ পর্যন্ত ৪ লাখেরও বেশী রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। কক্সবাজারেরর বিভিন্ন শরনার্থী শিবিরে এবং রাস্তার পাশে বাগানে খেত খামারে মানবেতর অবস্থায় সময় পার করছে তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের বক্তব্য অনুযায়ী শরনার্থী আসার যে ধারা অব্যহত রয়েছে তাতে এ সংখ্যা ১০ লাখে পৌছাবে অচিরেই।

মিয়ানমারের রক্ষাক্ত সংঘাতে শুধু রোহিঙ্গা মুসলমানরাই নয়; ক্ষতিগ্রস্থ হচ্ছে সেখানকার হিন্দু খ্রীষ্টানসহ ধর্মীয় সংখ্যলঘূ জনগোষ্ঠী। হিন্দু সংখ্যালঘূরা মিয়ানমারে নির্যাতন ও হত্যা এড়াতে মুসলমানদের মতোই বাংলাদেশ পালিয়ে আসছে। এ পর্যন্ত ৮০০ হিন্দু শরনার্থী বাংলাদেশে ঢুকেছে। তারা জানিয়েছে মিয়ানমারে ৮৬ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। কক্সবাজারে একটি পৃথক শরনার্থী শিবিরে তারা অবস্থান করছে খাদ্য পানীয়সহ নানা সংকটে।

মিয়ানমার থেকে হিন্দু শরনার্থীর ঢল
please wait

No media source currently available

0:00 0:03:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG