হংকং-এর কিছু এলাকায় জনজীবন প্রায় অচলা হয়ে পড়লে ছাত্র নেতারা সরকারী কর্মকর্তাদের সংগে একটি অবকাঠামো তৈরি করেছেন যার ভিত্তিতে রাজনৈতিক সংস্কারের দাবীগুলো তারা আলোচনা করবে্ন। এক সপ্তাহের ওপরে হংকংএ বিক্ষোভ চলে।
গণতন্ত্রপন্থী প্রচন্ড প্রতিবাদ বিক্ষোভ সোমবার অনেকটাই স্থিমিত হওয়ার ফলে, শহরের সরকারি দপ্তরগুলোর কর্মচারীরা তাদের কাজে ফিরে গিয়েছেন এবং এর পরপরই এই মতৈক্যের কথাটি তারা ঘোষণা করলেন।
হংকংএর ছাত্র ফেডারেশনের নেতা লেষ্টার সাম, শহরের নেতৃস্থানীয়দের সংগে ভবিষ্যতে যেকোন ধরণের আলোচনার শর্তাবলীর কথা ঘোষণা করলেন যখন সোমবার বিক্ষোভকারীরা সরকারী কর্মকর্তাদের সংগে আলোচনা করেন।
দুইপক্ষের মধ্যে আরেক দফার প্রথমিক পর্যায়ের আলোচনা মংগলবার অনুষ্ঠিত হবে।
হংকংএর পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নী। কিছুকিছু স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে । লিউং সোমবার মং কক শহর ছেড়ে চলে যাওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। সপ্তাহান্তে সেখানে সহিংসতা ছড়িয়ে পরে।
বৃটিশ সাবেক উপনিবেশের কাছ থেকে হংকং এর নিয়ন্ত্রণ ১৯৯৭ সালে বেজিং গ্রহণ করার পর এটাই ছিল সবচাইতে মারাত্মক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি।