রবিবার সকালে হংকং পুলিশের, প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে সরকার ও গণতন্ত্রপন্থী আন্দোলনের মধ্যে যে একটা অচল অবস্থা বিরাজ করছে, সেই ধারণাটা আরও গভীর হয়েছে।
মংকক এলাকায় প্রতিবাদকারীরা যে ভীড় জমিয়েছিলো, সেখানে বর্ম হাতে ও হেলমেট পরা পুলিশ জোর করে ঢুকে যায়। অ্যাসোশিয়েটেড প্রেসের সূত্রে বলা হয় সংঘর্ষে ২০ জন আহত হয়।
হংকং এর সরকার বলেছিলো যে তারা সম্ভবত মঙ্গলবার প্রতিবাদকারী ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করবে। ওই ঘোষণার কয়েক ঘন্টা পরে ওই সংঘর্ষ হয়। এর আগে কয়েকদিন ধরে পুলিশ ও গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের মধ্যে প্রতি রাতে সংঘর্ষ হয়।
হংকং এর চীফ সেক্রেটারি ক্যারি ল্যাম মঙ্গলবার বলেছেন সরকার, হংকং ছাত্র ফেডারেশনকে যে তিন দিন আলোচনার জন্য সময় দিয়েছে, মঙ্গলবার হচ্ছে তারই প্রথম দিন। তিনি বলেছেন সংলাপের প্রস্তুতিতে ভাল অগ্রগতি হয়েছে।