অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং কতৃপক্ষ,ছাত্র-আন্দোলনকারিদের সঙ্গে আলোচনা করছেন


হংকং কতৃপক্ষ,ছাত্র-আন্দোলনকারিদের সঙ্গে আলোচনা করছেন-তবে একই সঙ্গে আবার এও জোরের সঙ্গে জানান দিয়ে চলেছেন-ভূখন্ডের দু’ হাজার সতেরো সালের ভোটের আগে আর কোনো নির্বাচনী সংষ্কার করা হবে না।

চীফ সেক্রেটারী ক্যারি ল্যাম তাঁর প্রারম্ভিক বক্তব্যে ছাত্র নেতাদেরকে তিন সপ্তাহের প্রতিবাদ আন্দোলন খতম করে বিক্ষোভ-অবস্থান থেকে হঠে যেতে বলেন।তাঁদেরকে তিনি বিভাজন সৃষ্টিকারি আখ্যায়িত করে বলেন সাংবিধানিক সংলাপের পথে তাঁরা প্রতিবন্ধক হয়ে রয়েছেন।ক্যারি ল্যাম হংকংয়ের দ্বিতিয় অবস্থানের সরকারী কর্ত্রী।বলেন-এ ভূখন্ড স্বাধীন কোনো দেশ নয়-নিজ মর্জি মাফিক নির্বাচনী প্রক্রিয়া গড়তে তাঁরা পারেন না।

তবে, আলোচনার আগে দেওয়া সাক্ষাত্কারে মূখ্য নির্বাহি কর্তা লিউং চুনিং আভাস দেন প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রাপ্ত কমিটির গঠন বিন্যাস নিয়ে কথাবার্তার অবকাশ রয়েছে।

হংকং ছাত্র ফেডারেশানের এ্যালেক্স চাও বলেছেন-প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত সরকার না বদলানো পর্যন্ত প্রতিবাদ আন্দোলন থামবে না।

XS
SM
MD
LG