অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং’এ গণতন্ত্রপন্থি সংবাদ-মাধ্যমের দুই কর্মকর্তার জামিন নাকচ


APTOPIX Hong Kong Apple Daily
APTOPIX Hong Kong Apple Daily

বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে হংকং’ এর গণতন্ত্রপন্থি পত্রিকা অ্যাপেল ডেইলির দুই জন নির্বাহী কর্মকর্তার ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে দেয়। কর্তৃপক্ষ বেইজিং সরকারের কড়া সমালোচক এই পত্রিকাটির বিরুদ্ধে নিরাপত্তা আইন ঢালাও ভাবে প্রয়োগ করেছে। প্রধান সম্পাদক রায়ান ল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা চেউং কিম-হাং ‘এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তাঁরা চীনের জাতীয় নিরাপত্তাকে খর্ব করার লক্ষ্যে বিদেশি শক্তিগুলোর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে হংকং’ এর গণতন্ত্রপন্থি পত্রিকা অ্যাপেল ডেইলির দুই জন নির্বাহী কর্মকর্তার ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে দেয়। কর্তৃপক্ষ বেইজিং সরকারের কড়া সমালোচক এই পত্রিকাটির বিরুদ্ধে নিরাপত্তা আইন ঢালাও ভাবে প্রয়োগ করেছে। প্রধান সম্পাদক রায়ান ল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা চেউং কিম-হাং ‘এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তাঁরা চীনের জাতীয় নিরাপত্তাকে খর্ব করার লক্ষ্যে বিদেশি শক্তিগুলোর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

অভিযোগে বলা হচ্ছে তাঁরা উপর্যুপরি এমন কিছু লেখা প্রকাশ করেছেন যেখানে আন্তর্জাতিক পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছ। প্রধান ম্যাজিস্ট্রেট ভিক্টর সো বলেন,“আদালতের জন্য এটা বিশ্বাস করার পর্যাপ্ত ভিত্তি নেই যে বিবাদী পক্ষ জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার মত কাজ অব্যাহত রাখবে না”। আদালতে আগামি ১৩ই আগস্ট আবার তাঁদের হাজির না করা পর্যন্ত তারা পুলিশের হেফাজতেই থাকবেন।

রাষ্ট্র পক্ষের উকিল বলছেন বার্তা কক্ষ থেকে আটক করা ৪০ টিরও বেশি কম্পিউটার এবং ১৬ টি সার্ভার পরীক্ষা করে দেখার জন্য পুলিশের সময়ের প্রয়োজন রয়েছে। হংকং এর সংবাদ মাধ্যমে রাজনৈতিক অভিমত ‌ও দৃষ্টিভঙ্গি প্রকাশের জন্য এই প্রথমবার নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে । গত বছর হংকং’এ ভিন্নমত দমনের জন্য বেইজিং সরকার এই আইন বলবত্ করে । বৃহস্পতিবার ৫০০’রও বেশি পুলিশ ঐ পত্রিকার বার্তা কক্ষে অভিযান চালায় । (এএফপি)

XS
SM
MD
LG