অ্যাকসেসিবিলিটি লিংক

জামায়াতের হরতাল ছিল ঢিলেঢালা


বাংলাদেশে ১৯৭১ এ মানবতা বিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্ট জামায়াত নেতা মির কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখায়, দলটি এর প্রতিবাদে বুধবার সকাল সন্ধ্যায় যে হরতাল ডেকেছিল তা বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারাদেশে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।

এ হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ঢাকার কোথাও জামায়াত-ই-ইসলামি কিংবা এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতা-কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

তবে ঢাকার বাইরে সাভারের একটি সিএনজি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে বুধবার ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে সেগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ঐ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হরতালে নিরাপত্তার কারণে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়েছে স্বল্প সংখ্যক। তবে ঢাকা থেকে সকল ট্রেন ও নৌযান সময়মত ছেড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG