অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে পণবন্দী আমেরিকান চিত্র সাংবাদিক হত্যা


ইয়েমেনে আমেরিকান কমান্ডোর উদ্ধার প্রচেষ্টার সময়ে আমেরিকান চিত্র সাংবাদিক লিউক সমার্স নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল শনিবার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে সমার্স এবং আরও একজন পণবন্দী , যিনি আমেরিকান নন তাদের দুজনকেই , তাদের অপহরক al-Qaida in the Arabia Peninsula হত্যা করে। শুক্রবার তাদের উদ্ধার প্রচেষ্টার সময়ে এই ঘটনাটি ঘটে। অন্য পণবন্দীর পরিচয় এখন পাওয়া গেছে। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকান ত্রাণ কর্মী পিয়েরে কোর্কি যাকে ২০১৩ সালে অপহরণ করা হয়।

হেগেল বলছেন যে এই উদ্ধার প্রচেষ্টার সময়ে বহু সন্ত্রাসী ও নিহত হয় । তিনি বলেন যে সোমার্স এর জীবন হানির আশংকায় এই উদ্ধার কাজটি জরুরী হয়ে পড়েছিল।

প্রেসিডেন্ট বারাক ওবামা সমার্স এর এই হত্যাকান্ডকে তাঁর কথায় আর ক্বায়দা সন্ত্রাসীদের হাতে বর্বর হত্যা কান্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে তিনি এই উদ্ধার কর্মটির অনুমতি দিয়েছিলেন।

XS
SM
MD
LG