অ্যাকসেসিবিলিটি লিংক

হিউম্যান রাইটস ওয়াচ: গার্মেন্ট শ্রমিকদের অধিকার আন্দোলনের নেতা আমিনুল ইসলাম কোনও সুবিচার হয়নি


Human rights watch logo
Human rights watch logo

বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের অধিকার আন্দোলনের নেতা আমিনুল ইসলাম অপহরণ, নির্যাতন ও হত্যার পাঁচ বছর পরও কোনও সুবিচার হয়নি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাবলু।

এইচআরডাবলু এক বিবৃতিতে বলেছে তাঁর কি হয়েছিল এবং কে বা কারা তাকে হত্যা করেছিলসে সম্পর্কে জানতে পারেনি তার পরিবার বা জনগণ। সংস্থাটি অভিযোগ করেছে সরকার আমিনুল হত্যার উচ্চ পর্যায়ের তদন্তের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই হয়নি।

বিবৃতিতে বলা হয় আমিনুলের অপহরণ, নির্যাতন এবং হত্যার সাথে সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ আছে। এ বিষয়ে তদন্তে পরিমিত অগ্রগতি অর্জনে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে এইচআরডাবলু আমিনুলের হত্যার জবাবদিহিতার জন্য
বাংলাদেশ সরকারকে চাপ দিতে আহ্বান জানিয়েছে দাতা দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিশ্বব্যাপী তৈরি পোশাকের বিভিন্ন ব্রান্ডের ক্রেতা সমূহকে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG