অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের জবাব দিতে ব্যর্থ হয়েছে: অভিযোগ এইচআরডাব্লিউ'র


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, অতি সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের জবাব দিতে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক এইচআরডাব্লিউ এমন বক্তব্য দিয়ে বলেছে, আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে শুধু সেগুলোকে সেখানে জোর গলায় তুলে ধরেছে। কিন্তু জোরপূর্বক গুম, গোপন ও খেয়ালখুশি মতো আটক রাখা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশ করার স্বাধীনতার ওপর দমন পীড়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে যে উদ্বেগ রয়েছে সে বিষয়টি প্রতিনিধিদল এড়িয়ে গেছে।

মানবাধিকারের আন্তর্জাতিক মান অনুসরণের যে দায়দায়িত্ব রয়েছে তা মেনে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG