অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় কুর্দী যোদ্ধারা নাবালক সেনা ব্যবহার অব্যাহত রেখেছে


Turkish soldiers stand as people from the Syrian town of Ain al-Arab, or Kobani, wait to cross into Turkey following the attacks by Islamic State militants as seen from the Turkish side of the border in Suruc, Turkey, June 25, 2015.
Turkish soldiers stand as people from the Syrian town of Ain al-Arab, or Kobani, wait to cross into Turkey following the attacks by Islamic State militants as seen from the Turkish side of the border in Suruc, Turkey, June 25, 2015.

হিউম্যান রাইস ওয়াচ জানিয়েছে যে এক বছর আগে সিরিয়ায় কুর্দি যোদ্ধারা নাবালক সেনা ব্যবহার না করার বিষয়ে অঙ্গীকার করা সত্ত্বেও যুদ্ধে তারা ক্রমাগত শিশু সেনা ব্যবহার করছে।
HRW জানিয়েছে পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG শিশু সেনা উপস্থিতি বিলোপ করার কাজে কিছু অগ্রগতি অর্জন করেছে তবে স্থানীয় এবং অন্তর্জাতিক সংস্থা জানিয়েছে যে ৫৯ জন নাবালক স্বেচ্ছায় অথবা তাদেরকে যে নিয়োগ করা হয়েছে সেটা তারা নথি বদ্ধ করেছে। অধিকার দলটি বলছে তারা ৭জনের পরিবারের সংগে সরাসরি কথা বলেছে । তারা লিখিত এক অভিযোগে জানিয়েছে যে সিরিয়ায় চার বছর ধরে চলতে থাকা সহিংসতার কারণে নাবালক সেনাদের অন্যত্র সরিয়া নেওয়ার কাজে তারা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ।

XS
SM
MD
LG